আপনি কি সন্দেহবাদী? আজ কিন্তু আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস

আপনি কি সন্দেহবাদী? আজ কিন্তু আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস

যেকোনো বিষয় সম্পর্কে বিশ্বাস থাকুক, সমস্যা নেই। তবে পাশাপাশি সংশয় জারি রাখাটাও দরকার। সন্দেহ-সংশয়ের ওপর ভিত্তি করেই সত্য জ্ঞানের প্রসার ঘটে। রোজকার জীবনে যত্রতত্র ব্যবহারে আমরা ‘সন্দেহ’ শব্দটির অর্থই সংকুচিত করে ফেলেছি। সন্দেহ বলতে মূলত নিরীক্ষামূলক চিন্তাভাবনা ও যৌক্তিক অনুসন্ধানকে বোঝায়। প্রশ্ন উত্থাপন ও প্রাপ্ত তথ্যপ্রমাণ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাতে হয়। চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা কোনো কাজের কথা নয়। জ্ঞানবিজ্ঞানের বড় সব আবিষ্কারের উৎসই তো আসলে সন্দেহ।

আজ ১৩ জানুয়ারি, আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস। ১৯৯০-এর দশকে এটি প্রথম পালিত হয়। দিনটি কিন্তু পালন করতে পারেন। যা বিশ্বাস করছেন, সেই সব বিশ্বাসের ভিত্তিগুলো সত্যের নিক্তিতে মেপে দেখবেন না একবার!

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

Scroll to Top