ট্রেনে সাম্প্রতিক অগ্নিসংযোগের পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে শেখ হাসিনা বলেছেন, অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার সঙ্গে জড়িতদের প্রতি কোনো করুণা দেখানো হবে না। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ বিএনপির হরতালে জনগণ সাড়া দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে তারা কী লাভ করবে, বরং শেষ পর্যন্ত জনগণ তাদের ঘৃণা করবে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে আসে, তখনই জনগণের কল্যাণ করে এবং আওয়ামী লীগ সরকার একে একে জনগণের সব মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছে। তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে জনগণ “নৌকা” প্রতীকে ভোট দিলে এবং আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, তাহলে জনগণের বাকি চাহিদাগুলোও পূরণ হবে ইনশা আল্লাহ।’