এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৮ রোগী।
বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এতে বলা হয়, বুধবার যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৬ জনে। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হল ৫৩ হাজার ১৯৬ জন।
বরিশাল ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, খুলনা বিভাগের হাসপাতালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের।
নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৫৭ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ১৫৪ জন, খুলনায় ১০৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ১০৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৯ হাজার ১০১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন; আর ১৯৬৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩০ হাজার ৭০৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৮৯ জন।
অক্টোবরের প্রথম ২৩ দিনে ২২ হাজার ২৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০৩ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।