মাদক পাচারের অভিযোগে চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

মাদক পাচারের অভিযোগে চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

মাদক পাচারের অভিযোগে ভারতের এক চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাফর সাদিক নামের ওই নির্মাতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজার কোটি রুপির মাদক পাচারের অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ ৪ মাস অভিযানের পর ৯ মার্চ শনিবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  ব্যুরো জাফর সাদিকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

সাদিককে মাদক পাচার নেটওয়ার্কের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো জানায়, তিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ২ হাজার কোটি রুপির মাদক পাচার করেছেন।

সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, তিনি ৪৫ বারের বেশি বিদেশে ৩ হাজার ৫০০ কেজি সিউডোফেড্রিন পাঠিয়েছেন। এই সিন্ডিকেটের সাথে যুক্ত আরও ৩ জনকে সম্প্রতি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta April 2023

কর্মকর্তারা চেন্নাইয়ের একটি ডাম্প ইয়ার্ডের এক রেল যাত্রীর কাছ থেকে ১৮০ কোটি রুপি মূল্যের মেথামফেটামিন (বা ক্রিস্টাল মেথ) জব্দ করার ১ সপ্তাহ পর সাদিককে গ্রেপ্তার করা হয়। ওই মাদকগুলো শ্রীলঙ্কায় পাচারের উদ্দেশ্যে ছিল।

সাদিক এই পর্যন্ত ৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন যার শেষটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাকে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভারতকে সহযোগিতা করেছে।

Scroll to Top