হারারে, ০৯ মার্চ – আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ২০১৯ সালে জিম্বাবুয়ে ক্রিকেটের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে যোগ দিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। তবে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যর্থতার দায় নিয়ে সেই পদ ছেড়েছেন সাবেক এই অলরাউন্ডার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্বই পেরোতে পারেনি মাসাকাদজার দেশ জিম্বাবুয়ে। বাছাইপর্বে জিম্বাবুয়েকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা ও নামিবিয়া। দলের এই ব্যর্থতার দায় নিয়েই মূলত পদ ছেড়েছেন মাসাকাদজা।
নিজের পদত্যাগপত্রে বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার কথা উল্লেখ করে ৪৬ বছর বয়সী মাসাকাদজা বলেন, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা ও আমার দায়িত্ব নিয়ে সতর্কভাবে বিবেচনার পরই এই (পদত্যাগ করার) সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার সময়ে যদিও অগ্রগতি ভালোই হয়েছে, তার পরও এটা সত্যি যে, উগান্ডার কাছে হেরে আমরাই একমাত্র পূর্ণাঙ্গ সদস্য দেশ যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছি না। এটা আসলেই আমার ক্যারিয়ারের সবচেয়ে তলানির অধ্যায় এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে পুরো দায় আমার ঘাড়ে নিচ্ছি।’
মাসাকাদজা দায়িত্ব পালন করার সময়ই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে জিম্বাবুয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় দলটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও উঠতে ব্যর্থ দলটি। সেই বাছাইপর্বের টুর্নামেন্টের পর আয়ারল্যান্ড সিরিজেও ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে। এরপরই দেশটির দায়িত্ব ছাড়েন তখনকার কোচ ডেভ হটন।
জিম্বাবুয়ে ক্রিকেটে এক সফল নাম মাসাকাদজা। ৩৮টি টেস্ট ম্যাচে ২ হাজারের ওপর রান তার। এই সংস্করণে ৫টি সেঞ্চুরি আছে তার। ওয়ানডেতে ২০৯ ম্যাচ খেলে ৫ হাজার ৬৫৮ রান করেছেন তিনি। এই সংস্করণেও সেঞ্চুরি সংখ্যা ৫টি। এছাড়া ৬৫ টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ মার্চ ২০২৪