নতুন নিরাপত্তা আইন করছে চীন | চ্যানেল আই অনলাইন

নতুন নিরাপত্তা আইন করছে চীন | চ্যানেল আই অনলাইন

চীন সরকার তার দেশের সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে রক্ষা করতে চলতি বছর নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করবে।

সংবাদমাধ্যম এনডিটিভি  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ৮ মার্চ চীনের শীর্ষ আইন প্রণেতা ঝাও লেজি জানিয়েছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার তার শাসনকার্যে হুমকিগুলো দূর করতে চায়। তাই এই নতুন নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঝাও লেজি আরও বলেন, আইন প্রণেতারা চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর এজেন্ডা তৈরি করেছেন।

Reneta April 2023

তিনি বলেন, চীনের ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার ক্ষমতাকে আধুনিকীকরণ করতে, বেইজিং একটি জরুরি ব্যবস্থাপনা আইন, শক্তি আইন, পারমাণবিক শক্তি আইন এবং বিপজ্জনক রাসায়নিক নিরাপত্তা আইন প্রণয়ন করবে। এটি জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন সংশোধন করবে।

তবে চীনের শীর্ষ আইন প্রণেতা আইনগুলো কী থাকবে বা কখন সেগুলো গৃহীত হবে সে সম্পর্কে বিবরণ দেননি। এনপিসি আর্থিক স্থিতিশীলতা থেকে শুরু করে প্রি-স্কুল শিক্ষা এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন প্রবর্তন এবং সংশোধন করতেও প্রস্তুত চীন।

হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চীনা রাজনীতি বিশেষজ্ঞ জিন-পিয়েরে ক্যাবেস্তান বলেন, চীনের আইন প্রণেতাদের জন্য সামরিক শিক্ষা এবং সাইবার নিরাপত্তা সুস্পষ্ট অগ্রাধিকার পাবে। তারা এই ক্ষেত্রগুলোতে আইনি কাঠামোকে শক্তিশালী করতে চায়, যা চীনের প্রেসিডেন্টের অগ্রাধিকারের অংশ।

Scroll to Top