বোলারদের প্রশংসায় পঞ্চমুখ শান্ত

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ শান্ত

হাড্ডহাড্ডি লড়াই শেষে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ৩ রানে হেরেছিল বাংলাদেশ। অর্থাৎ সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচটা জিততেই হতো স্বাগতিকদের। কাল দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছেও বাংলাদেশ। আগে বোলিং করে লংকানদের ১৬৫ রানে আটকে রেখে পরে ৮ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। জয়ের পর নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটের পিচ দারুণ ব্যাটিং সহায়ক। সিরিজের প্রথম ম্যাচে সেখানে দুই দলই দুইশর বেশি রান ‍তুলেছে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলোতেও বড় রান উঠেছে। সেখানে প্রতিপক্ষকে ১৬৫ রানে আটকে রাখা মুনশিয়ানাই বটে।

কাল নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা। পরে মাঝর ওভারগুলোতে রিশাদ হোসেনের লেগস্পিন ছিল কার্যকরী। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘কৃতিত্বটা সবার, বিশেষ করে বোলারদের। যেভাবে আমরা বল করেছি এই উইকেটে, আমি খুব খুশি। আমি নির্দিষ্ট কোনো বোলারের কথা বলব না, সবাই ভালো বল করেছে। তারপর ব্যাট হাতেও আমরা শুরুটা ভালো করেছি এবং সেটা ধরে রেখেছি।’

এদিকে, লংকান ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আশালাঙ্কা ২০টা রান কম হওয়ার আক্ষেপ করেছেন। তবে বাংলাদেশি ব্যাটারদের কৃতীত্ব দিতেও ভোলেননি তিনি।

আশালাঙ্কা বলেছেন, ‘প্রথমত আমরা ২০-২৫ রান কম করেছি। পরে কামিন্দুর (মেন্ডিস) রানআউটও ম্যাচে বেশ বড় ভূমিকা রেখেছে। ব্যাটার হিসেবে আমাদের বড় রান করতে হবে, বিশেষ করে এমন কন্ডিশনে। কারণ এমন কন্ডিশনে বোলার বোলিং করাটা বেশ কঠিন।’

‘তাদের (বাংলাদেশের) ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে বিশেষ করে (নাজমুল হোসেন) শান্ত, (তাওহিদ) হৃদয় এবং লিটন (দাস) কে। তারা দারুণ ব্যাট করেছে।’- যোগ করেছেন আশালাঙ্কা।

The post বোলারদের প্রশংসায় পঞ্চমুখ শান্ত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Scroll to Top