রুমে ঢুকে পড়লো চিতাবাঘ, তারপরে যা করলো ১৩ বছরের কিশোর

রুমে ঢুকে পড়লো চিতাবাঘ, তারপরে যা করলো ১৩ বছরের কিশোর

ভারতের মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁও এর একটি আবাসিক ভবনের রুমে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এসময় রুমে ছিল ১৩ বছর বয়সী এক কিশোর। চিতাবাঘটিকে দেখার পর ভয় না পেয়ে সাহসিকতার সাথেই পদক্ষেপ নেয় কিশোরটি। চিতাবাঘকে রুমে রেখে বাহির থাকে দরজা বন্ধ করে পালিয়ে যায় ওই কিশোর।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে সাতটার দিকে সোফায় বসে ফোন ব্যবহার করছিলেন ওই কিশোর। এ সময় রুমের দরজা খোলা ছিল। এই সুযোগে একটি চিতাবাঘ ঘরের ভিতরে ঢুকে পড়ে।

ভিডিওতে আরও দেখা যায়, চিতাবাঘটিকে দেখে একটুও বিচলিত হননি ওই কিশোর। চিতাবাঘটি রুমের ভিতরের দিকে চলে গেলে কিশোরটি তার হাতে থাকা ফোনটি রেখে রুম থেকে বেরিয়ে যান এবং বাহির থেকে দরজা বন্ধ করে দেন। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পরে এবং সাহসিকতার পরিচয় দেওয়ায় ব্যবহারকারীরা কিশোরটির বেশ প্রশংসা করেন।

এই ঘটনার পর চিতাবাঘের খবর এলাকায় ছড়িয়ে পরলে প্রাণীটিকে ধরতে উদ্ধারকারী দলকে ডাকা হয়। পরে স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Reneta April 2023

Scroll to Top