চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবে আগামী ১১ বা ১২ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এদিন থেকেই শুরু হবে রোজা।
আল জাজিরা জানিয়েছে, রমজান মাস শুরু হয় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখতে পাওয়ার ওপর ভিত্তি করে। সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলো এই চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দিন গণনা করে।
রমজানের চাঁদ কীভাবে দেখা যায়?
গবেষণা বলছে, আকাশে নতুন চাঁদ ওঠার পর সেটি দৃশ্যমান হতে, বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। এমনকি মানুষের চোখে ধরা দিতে ৩০ ঘণ্টা পর্যন্তও সময় লাগতে পারে। চাঁদ দেখতে পাওয়ার জন্য সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাঁদ দেখার জন্য রাতের আকাশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার পরই নতুন চাঁদ দেখা যাবে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখ (১০ মার্চ) রাতে সূর্য অস্ত যাওয়ার পর অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জন্য সবাই পশ্চিম দিকে মুখ করে তাকিয়ে থাকবে। চাঁদ দেখা গেলে, রোজা শুরু হবে ১১ মার্চ। আর সেদিন চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে ১২ মার্চ থেকে।
বিভিন্ন দেশে কখন রমজান শুরু হয়?
যুক্তরাজ্যের ক্রিসেন্ট মুন ওয়াচের তথ্য অনুসারে, ১০ মার্চ গ্রিনিচ মান সময় (জিএমটি) বিকেল ৫টা ২৩ মিনিটে (মক্কায় রাত ৮ টা ২৩ মিনিট) চাঁদ উঠতে পারে। তবে না দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।
১০ মার্চ শুধুমাত্র প্রশান্ত মহাসাগরে, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার কিছু অংশে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। এদিন মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ মানুষ খালি চোখে নতুন অর্ধচন্দ্র দেখতে সক্ষম হবেন এমন সম্ভাবনা নেই।
তবে ১১ মার্চ পৃথিবীর বেশিরভাগ অংশে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই নতুন চাঁদ দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল, তাসমানিয়া ও নিউজিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা আছে। ফলে বেশিরভাগ দেশে রোজা শুরু হবে ১২ মার্চ।
রমজানের মাস কতদিনের?
চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। যদি হিজরি ক্যালেন্ডারের ২৯ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে মাসটি ৩০ দিনের আর দেখা গেলে ২৯ দিনের।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ হিজরি ক্যালেন্ডারের ২৯ শাবান। এদিন চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ ১১ মার্চ থেকে এসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে।
রমজান কেন পবিত্র?
মুসলমানরা বিশ্বাস করে যে ১৪০০ বছরেরও বেশি আগে নবী হযরত মুহাম্মদ (সা.) কাছে পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। এই মাস জুড়ে, মুসলমানরা ফজরের নামাজের ঠিক আগে থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত রোজা পালন করে থাকেন।
অনেক মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে রোজার মাসে কাজের সময় কমিয়ে দেয়া হয়।
ঈদুল ফিতর কবে?
রমজানের শেষে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে। তাই চাঁদ দেখার ওপর ভিত্তি করে এপ্রিল মাসের ১০ বা ১১ তারিখ ঈদ পালন করা হবে।