টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে বুমরাহর ইতিহাস

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে বুমরাহর ইতিহাস

স্পোর্টস ডেস্ক

টেস্টে অভিষেকের পর থেকে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত বোলিংয়ে কুপোকাত করছেন ব্যাটারদের। তবে এর আগে কখনোই ওঠা হয়নি সাদা পোশাকের র‍্যাংকিংয়ের শীর্ষে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক বুমরাহ উঠে বসেছেন টেস্টে বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে বসলেন বুমরাহ।

খেলোয়াড়দের সপ্তাহজুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

গত সোমবার শেষ হওয়া বিশাখাপাত্নাম টেস্টে ১০৬ রানের অনায়াস জয় পায় ভারত, সেই সঙ্গে সমতা টানে সিরিজে। দলের ওই জয়ে বল হাতে অসাধারণ অবদান রাখেন বুমরাহ। প্রথম ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নেন তিনি, ৩৪ টেস্টের ক্যারিয়ারে দশমবারের মতো পান পাঁচ উইকেট।

এর আগে কোপিল দেব ১৯৮৯ সালে টেস্টের বোলিং র‌্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছিলেন। যা এতোদিন ছিল ভারতের পেসারদের সেরা। বুমরাহ আগে সর্বোচ্চ তিন পর্যন্ত উঠতে পেরেছিলেন। সাবেক পেসার জহির খানও টেস্ট র‌্যাংকিংয়ের সেরা তিনে উঠেছিলেন।

বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ম্যাচ সেরা হন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন। ভারতের পেসার হিসেবে সবচেয়ে দ্রুত ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওই কীর্তির পরে টেস্টের সেরা পেসার হওয়ার কীর্তি গড়লেন তিনি। ২০১০ সালের অক্টোবর-নভেম্বরে এই র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠেছিলেন জাহির খান।

ভারতীয় স্পিনারদের মধ্যে অশ্বিন ছাড়াও এর আগে শীর্ষে উঠেছিলেন রবীন্দ্র জাজেদা ও সাবেক তারকা বিষান সিং বেদী।

বুমরাহর কাছে শীর্ষস্থান হারানো অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট পান তিনি। তাদের মাঝে দুই নম্বর স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

সারাবাংলা/এসএস

Scroll to Top