নোয়াখালীতে বিয়ার, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে বিয়ার, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি আটক

সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব) কর্তৃক চার শ্রমিক নেতাকে আটকের পর ছেড়ে দেয়ার পর অবরোধ প্রত্যাহার করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.দিলু মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থেকে ২জন ও গোলাপগঞ্জ থেকে দুজনকে ধরে নিয়ে যাওয়ার পর দক্ষিণ সুরমার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

অবরোধ কারণে সন্ধ্যার পরপরই টিলাগড়-মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক, এয়ারপোর্ট রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কসহ জেলার বিভিন্ন সড়ক অবরোধ করে ফেলেন শ্রমিকরা। এতে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক নেতারা জানান, সিলেটের গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে পৃথকভাবে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উপ কমিটির চার নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী ধরে নিয়ে গেছে। কি কারণে কোথায় ধরে নিয়ে গেছে তা কেউই বলতে পারছেন না।

এবিষয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহ সভাপতি জুমেল আহমদ বলেন, মঙ্গলবার দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিসে বিকালে নেতৃবৃন্দ বসে ছিলাম। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুই গাড়ি ফোর্স এসে শ্রমিক ইউনিয়নের কাগজ-পত্র দেখতে চাইলে প্রধান কার্যলয় থেকে এনে দেয়ার সময় চাওয়া হয়। কিন্তু সময় না দিয়ে আমাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও ১নং সদস্যকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.দিলু মিয়া রাত ১০টার দিকে বার্তা২৪.কমকে বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিসে শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, আটককৃত শ্রমিক নেতাদের বিষয়ে র‍্যাব কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের দায়িত্বশীলদের সাথে আলাপ আলোচনা করে তাদের মধ্যস্থতায় ছেড়ে দেন। এরপর শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

Scroll to Top