২১৭ বার কোভিডের টিকা নিয়েও সুস্থ! | চ্যানেল আই অনলাইন

২১৭ বার কোভিডের টিকা নিয়েও সুস্থ! | চ্যানেল আই অনলাইন

চিকিৎসকদের পরামর্শ না নিয়েই জার্মানির ৬২ বছর বয়সী একজন ব্যক্তি ২১৭ বার কোভিডের টিকা নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত ২৯ মাসে ব্যক্তিগতভাবে কেনা এই টিকাগুলো নেওয়া হয়েছিল। তবে ইউনিভার্সিটি অফ এরল্যাঞ্জেন-নুরেমবার্গের গবেষকরা বলছেন, এত বেশি টিকা নেয়ার পরেও লোকটির দেহে এর কোনও প্রভাব পড়েনি।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ডা. কিলিয়ান শোবার বলেন, আমরা সংবাদপত্রের মাধ্যমে তার বিষয়টি জানতে পেরেছি। তখন আমরা তার সাথে যোগাযোগ করি এবং তাকে বিভিন্ন পরীক্ষা করার জন্য এখানে আমন্ত্রণ জানাই। তিনি তাতে রাজি হয়ে যান।

কিলিয়ান শোবার বলেন, আমরা লোকটির রক্ত এবং লালার নমুনা সংগ্রহ করেছিলাম। আমরা এই নমুনাগুলো ব্যবহার করে ইমিউন সিস্টেমের ওপর টিকার প্রভাব বের করতে চেয়েছিলাম। তিনি জানান, কোভিড ভ্যাকসিন সংক্রমণ ঘটাতে পারে না কিন্তু শরীরকে শেখাতে পারে কীভাবে রোগের সঙ্গে লড়াই করতে হয়।

Reneta April 2023

তিনি বলেন, আমরা পরীক্ষায় ওই ব্যাক্তির দেহে কোনও পরিবর্তন পাইনি। এমনকি তিনি কখনো কোভিডে আক্রান্তও হননি। আমরা প্রয়োজনের থেকে বেশি টিকা দিতে সমর্থন করি না। করোনা থেকে সুরক্ষা পেতে পর্যায়ক্রমে তিন ডোজ টিকাই যথেষ্ট। তিনি বলেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান। বার বার টিকা নেওয়ার পরও তাকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে হয়নি।

Scroll to Top