হাইকমিশনের নিরাপত্তা নিয়ে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভারতকে উদ্দেশ্য করে পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে এক পোস্টে যদি ভারতের আইন প্রয়োগকারী সংস্থা হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারতকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পরামর্শ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদে।
ওই পোস্টে তিনি বলেন, যদি ভারতের আইন প্রয়োগকারী সংস্থা হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, সেক্ষেত্রে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের জন্য অতিরিক্ত সৈন্য প্রদানের মাধ্যমে সহায়তা বাড়াতে পারে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা।
ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা দুপুরে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। সেখানে তারা ভাঙচুর চালায়।
এছাড়া বাংলাদেশ মিশনে টাঙানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এরপরই প্রতিক্রিয়া এবং বিক্ষোভ প্রদর্শন করে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ।