বাঘের কবল থেকে রক্ষা পাওয়ার মতো অভাবনীয় এবং বিরল ঘঠনা ঘটেছে ভারতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এমন বিরল ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। অনেকেই ভাবছেন, সে হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের উত্তরাখন্ডের পাহাড়ে ভয়াবহ শিতের ভোরবেলায় পাহাড়ের রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন ব্যক্তি। আর সেখানেই ঝোপের মধ্যে থেকে হাজির হয় বাঘ। কিন্তু ভাগ্যের জোরেই হোক বা অন্য কোন কারণেই হোক, বাঘ ওই ব্যক্তির দিকে ফিরেও না তাকিয়ে লাফ দিয়ে চলে যায় তার সামনে থেকে। ওই ব্যক্তি এরপর ছুটে গিয়ে পাশের একটি দোকানের লোকজনকে জানান। তারাও বেরিয়ে আসেন, দেখতে যান বাঘটিকে। কিন্তু ততক্ষণে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।
এর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এই ঘটনার ভিডিও। কেউ বলেছেন, এই বাঘটির মাপ দেখে মনে হয়েছে এটি নিতান্তই শিশু এবং কেবল জঙ্গলেই শিকার ধরতে সক্ষম। ফলে মানুষকে ঘাঁটানোর কোন ইচ্ছা এর নেই। কেউ আবার বলেছেন, যেহেতু হাওয়া বিপরীত দিক থেকে বইছিল, সেহেতু বাঘটি টের পায়নি সামনে মানুষ আছে। এটি যারপরনাই ভয় পেয়েছিল ওই লোকটিকে দেখে। ফলে হতভম্ব হয়ে চম্পট দেয়।
উত্তর ভারতের এই এলাকাটি এক সময়ে বাঘের বেশ কুখ্যাত ছিল। বিখ্যাত বাঘশিকারি এবং পরিবেশ সংরক্ষণবিদ জিম করবেট দীর্ঘ দিন এই এলাকায় সাধারণ মানুষের রক্ষায় শিকার করেছেন। তবে সম্প্রতি বাঘের আক্রমণে প্রাণ যাওয়ার মতো ঘটনা কমে এসেছে।