রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধের কারণে সন্দেহভাজন দুই রুশ কমান্ডারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয় না।
দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আইসিসি সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ কাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য শীর্ষ রুশ কমান্ডার সের্গেই কোবিলাশ এবং ভিক্টর সোকোলভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া আইসিসি’র সদস্য না। তাই মস্কো এই গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেন, আমরা জানি যে সেখানকার আলোচনার অনেক কিছু গোপন করা হয়েছে। তাই আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এর আগে, গত বছরের মার্চে, আইসিসি ইউক্রেনের শিশুদের অপহরণের সাথে সম্পর্কিত যুদ্ধাপরাধের অভিযোগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ারকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে।