রাশিয়ার শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি | চ্যানেল আই অনলাইন

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ রুশ কমান্ডারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভকে গ্রেপ্তার তালিকায় রেখেছে আইসিসি।

ইউক্রেনের যুদ্ধের সাথে সম্পর্কিত রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে এটি দ্বিতীয় দফা গ্রেপ্তারি পরোয়ানা। প্রথম গ্রেপ্তারি পরোয়ানা ছিল শিশু অধিকার হরণ বিষয়ক।

Reneta April 2023

আইসিসি বলেছে,দুই সন্দেহভাজন কর্মকর্তাকে ইউক্রেনীয় বৈদ্যুতিক অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলার দায়ি হিসেবে যুক্তিসঙ্গত কারণ থাকায় গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়েছে। অপরাধগুলো ২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সংঘটি হয়েছে। হামলাগুলো বেসামরিক ক্ষতির জন্য দায়ি। প্রত্যেকই বেসামরিক বস্তুতে হামলা চালানোর যুদ্ধাপরাধের জন্য দায়ি।

৫৮ বছর বয়সী সের্গেই কোবিলাশ উল্লিখিত অপরাধের সময় রাশিয়ান বিমান বাহিনীর দূরপাল্লার বিমান চলাচলের কমান্ডার ছিলেন। অন্যদিকে ৬১ বছর বয়সী ভিক্টর সোকোলভ রাশিয়ান নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন, যিনি অপরাধের সময়কালে রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার ছিলেন বলে আইসিসি জানিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আইসিসি যা করতে পারে তা হলো, অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারের পরে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা।

এছাড়া আইসিসি তার বিচারিক ক্ষমতাও শুধু সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি। এই চুক্তিতে এখন পর্যন্ত ১২৩টি দেশ স্বাক্ষর করেছে। তবে রাশিয়ার পাশাপাশি চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশও এই চুক্তিতে স্বাক্ষর করেনি।

 

Scroll to Top