মার্চেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ | চ্যানেল আই অনলাইন

মার্চেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ | চ্যানেল আই অনলাইন

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ২৫ মার্চ।

চন্দ্রগ্রহণটি ওইদিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৩ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ৩টা ৩২ মিনিট পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে দেখা যাবে না বছরের প্রথম চন্দ্রগ্রহণটি।

তবে সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপানে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও রাশিয়া, অস্ট্রেলিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ইটালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্র গ্রহণটি।

উল্লেখ্য, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সাথে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এতে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

Reneta April 2023

সাধারণত বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হল পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া গ্রহণ। পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখন শুরু হয়, যখন পৃথিবীর ছায়ার অংশ চাঁদের ওপর দিয়ে যেতে শুরু করে। গ্রহণের এ পর্বটি খালি চোখে দেখা মোটেও সহজ নয়। যখন পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যায় তখন শেষ হয় উপচ্ছায়া গ্রহণ।

Scroll to Top