বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে যা বলল ডিএমপি | চ্যানেল আই অনলাইন

বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে যা বলল ডিএমপি | চ্যানেল আই অনলাইন

বাসে অগ্নিসংযোগ করে ও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

বুধবার (২০ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Bkash

বিএনপি অসহযোগ আন্দোলনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে বিপ্লব কুমার সরকার বলেন: রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের পুলিশের কোনো বক্তব্য নেই। কেউ যদি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের জীবন হানির চেষ্টা করে, জীবনযাত্রা বাধাগ্রস্ত করে, বাসে অগ্নিসংযোগ করে ও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, অসহযোগ আন্দোলন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনের নামে আগুন দেওয়ায় চেষ্টা করলে, রেললাইন উপড়ে ফেললে কিংবা কোনো নাশকতা করার চেষ্টা করলে যে রাজনৈতিক দল, যে ব্যক্তিক করুক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য কঠিন শাস্তির বিধানে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তত ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।

Reneta JuneReneta June

এর আগে বিপ্লব কুমার সরকার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যে গোষ্ঠী কাজ করছে তারা ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দু-একটি বাস পুড়িয়ে হয়তো তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা হয়তো মনে করছে এমন কোনো নৃশংস-পৈশাচিক ঘটনা ঘটাবে যাতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করবে, তবে এটি তাদের বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ।

ট্রেনে আগুন দিয়ে নিষ্পাপ শিশুসহ চারজন মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, এর চাইতে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড হতে পারে কি না বা অমানবিক কাজ হতে পারে কি না আমার জানা নেই। যারা এটি করেছে তারা মানুষ নয়, পশু।

Scroll to Top