বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির ৪৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনকে আহ্বায়ক, ডা. এএফ খবির উদ্দিন আহমেদকে সদস্য সচিব এবং ডা. একেএম মহিউদ্দিন ভূইয়া মাসুমকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির ৪৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার ৩ ডিসেম্বর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। দীর্ঘ দিনের মেয়াদউত্তীর্ণ ও অকার্যকর কমিটিকে বাতিল করে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষিত হয়।

কার্ডিয়াক সোসাইটির সর্বস্তরের সদস্যরা বিশ্বাস করেন নব গঠিত কমিটি পূর্বের ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে কার্ডিয়াক সোসাইটিকে সত্যিকার অর্থে সদস্যদের আশা ভরসার স্থলে রুপান্তর করবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নেতৃত্বে হৃদরোগের সকল বিভাগের চিকিৎসকদের পূঞ্জিভূত অপ্রাপ্তি দূর হবে এবং পাশাপাশি বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা বিশ্বমানে উন্নীত হবে।

shoroterjoba

Scroll to Top