এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
খুব একটা সিনেমায় অভিনয় করেন না বাপ্পারাজ। এক দশকের বেশি সময় ধরে ব্যবসায় সময় দিচ্ছেন। মাঝে মধ্যে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। গেল কয়েক বছর তার অভিনীত কোন ছবিও মুক্তি পাচ্ছিলো না। অনেকটা নীরবেই মুক্তি পেলো বাপ্পারাজ অভিনীত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ ছবিটি। শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ছবিটি সিনেমা হলে চলছে।
বাপ্পারাজ বলেন, ‘সিনেমাটির গল্প ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি, তাই কাজটি করেছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ভালো গল্প ও চরিত্র পেলে আমার কাজ করতে আপত্তি নেই।’
জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমাটি স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনীর ধর্ষণের শিকার এক নারীর গল্প নিয়ে নির্মিত। এ সিনেমায় মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।
সারাবাংলা/এজেডএস