তৃণমূলের বিভেদ মেটাতে আজ বসছে আওয়ামী লীগ, থাকছে স্বতন্ত্র সংসদ সদস্যরাও  

তৃণমূলের বিভেদ মেটাতে আজ বসছে  আওয়ামী লীগ, থাকছে স্বতন্ত্র সংসদ সদস্যরাও  

গতকাল শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরাও আওয়ামী লীগের। নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল–বোঝাবুঝি, মতবিরোধ, দ্বন্দ্ব, সংঘাতের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। এখন অভ্যন্তরীণ কলহের অবসান ঘটিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার। সবকিছু ভুলে গিয়ে উপজেলা, সিটি ও পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোযোগ দিতে হবে। সবার মধ্যে ঐক্যের আবহ তৈরির জন্য বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, ভুল–বোঝাবুঝি যা হয়েছে, এর অবসানই মূল লক্ষ্য। আজকের বৈঠকের পরও ঐক্য প্রতিষ্ঠা না করলে কঠোর হবে দল, এই বার্তাও দেওয়া হবে।

Scroll to Top