দেশে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশ ডেঙ্গুতে মৃতুহীন টানা চার দিন কাটাল। তবে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৯৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২৯ ও ঢাকার বাইরে ৬১৬ জন ভর্তি হন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন।