জাহিদ–জাহাঙ্গীরের বিরোধে বাড়ছে মাঠের উত্তাপ

জাহিদ–জাহাঙ্গীরের বিরোধে বাড়ছে মাঠের উত্তাপ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল) এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরোধ প্রকাশ্য হয়ে উঠেছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বিষোদ্‌গার করছে। হুমকিসহ চলছে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা। এতে ভোটের মাঠে দেখা দিয়েছে উত্তাপ। সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

জাহাঙ্গীর আলম নির্বাচনে প্রার্থী নন। তবে তিনি কাজ করছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিনের পক্ষে। তাঁর হয়ে প্রতিদিনই প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি, চাইছেন ভোট। জাহিদ ও জাহাঙ্গীর এখন একে অপরের প্রতিপক্ষ।

স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র বলছে, ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিসংক্রান্ত জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর শাস্তি ও বহিষ্কার দাবিতে যে কয়জন জোরালো ভূমিকা রাখেন, তাঁদের মধ্যে অন্যতম জাহিদ আহসান। জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। একপর্যায়ে হারান মেয়র পদ। পরে অবশ্য দল তাঁকে ক্ষমা করে। তবে সেখান থেকে বিরোধের শুরু।

Scroll to Top