পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের পাশের বাড়ি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সুবেদারের বাড়িতে টিনের চালার ওপরে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বাড়িটি রাহেনুল হকের বাড়িঘেঁষা। বাড়ির আরেক পাশে আরেকটি ভবনে ভাড়া থাকেন কলেজশিক্ষক শিমুল সরকার। ককটেলের বিকট শব্দ ও ধোঁয়ায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে।
স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক প্রথম আলোকে বলেন, তিনি বাড়ি থেকে দূরে আছেন। ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছেন। তাঁর বাড়ির আঙিনাতেই বিস্ফোরণ হয়েছে। তবে কারা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। তিনি বলেন, একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। তাঁর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কারা ঘটনাটি ঘটিয়েছে, সেটা পুলিশের গুরুত্বসহকারে দেখা উচিত।