চীনের সঙ্গে যৌথভাবে চাঁদের মাটিতে পরমাণুকেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে রাশিয়া। ২০৩৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে রাশিয়ার মহাকাশ গবেষণাকেন্দ্র রসকসমস এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। রসকসমস এর প্রধান ইউরি বরিসভ জানিয়েছেন, তারা একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চাইছেন চাঁদে। সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তবে চাঁদের মাটিতে পরমাণু অস্ত্র তৈরির কোন পরিকল্পনা আমাদের নেই।
তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, একটি নতুন পদ্ধতির পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করেছে রাশিয়া। যে অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে।
২০২১ সালের জুন মাসে চীন এবং রাশিয়া একটি চুক্তি করে। সেখানে ঠিক হয়, দুই দেশকে একে অপরকে মহাকাশ গবেষণায় সাহায্য করবে এবং যৌথ প্রকল্পে অংশ নেবে। চীন নিজের মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই তারা মহাকাশে চ্যাং-ই ৬ স্বয়ংক্রিয় যান পাঠাবে। চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করবে এই যান।