গাজায় খাবারের অভাব ও চিকিৎসা সেবা না পেয়ে বহু শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গাজায় খাবারের অভাব ও চিকিৎসা সেবা না পেয়ে বহু শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গাজায় খাবারের অভাব ও চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় আবার ত্রাণের জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজায় খাবারের অভাব ও চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েল যোগ না দিলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাবেন তিনি। একইসঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ্ এর সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

Reneta April 2023

কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার যে অধিকার, তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।

Scroll to Top