ইসিতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আপিল শুনানি – DesheBideshe

ইসিতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আপিল শুনানি – DesheBideshe

ইসিতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আপিল শুনানি – DesheBideshe

ঢাকা, ১১ ডিসেম্বর – দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে নির্বাচন কমিশনে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয় যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছয়দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে।

এবার প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অন্যতম সমস্যা এক শতাংশ ভোটারের স্বাক্ষর জোগাড়ে ব্যর্থ হওয়া। এজন্য অনেক প্রার্থী তাদের সমর্থক নিয়েই ইসিতে হাজির হয়েছেন।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন। তার মধ্যে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে পুনরায় আবেদন করেছেন।

শুনানি শেষে প্রথম দিনে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩

Scroll to Top