এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তারকাদের ছবি ব্যবহার করে প্রতারণা রোধে অস্ট্রেলিয়ায় বিজ্ঞাপনদাতাদের জন্য কঠিন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা।
আজ ২ ডিসেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে মেটা ৮ হাজার তারকাদের ছবি সম্বলিত বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে। প্রতারণা বন্ধে অস্ট্রেলিয়ার ব্যাংকগুলোর সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে মেটা। কারণ এই ধরনের বিজ্ঞাপনগুলোতে বিখ্যাত ব্যক্তিদের ছবি বা নাম ব্যবহার করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া হয়। এগুলো মূলত প্রতারণামূলক বিজ্ঞাপন।
মেটা জানিয়েছে, এখন থেকে যারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন দেবেন, তাদের নিজেদের ব্যবসার তথ্য যাচাই করা হবে। এর মধ্যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকার পাচ্ছে এবং যারা অর্থ পরিশোধ করছে (পেমেন্টকারী) তাদের তথ্য এবং সেই সঙ্গে তাদের অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লাইসেন্স নম্বরও যাচাই করা হবে। এর পরেই তারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন চালাতে পারবে।