তিনশ সহশিল্পী নিয়ে শুটিং করছেন শাকিব

তিনশ সহশিল্পী নিয়ে শুটিং করছেন শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এফডিসিতে বিশাল সেট ফেলে শুটিং চলছে ‘রাজকুমার’-এর। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির বর্তমানে চলছে গানের শুটিং। এতে শাকিব খানের সঙ্গে অংশ নিয়েছেন তিনশ সহশিল্পী।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির গানের শুটিং। যেটির সেট তৈরি করতে দুদিন সময় লেগেছে। গ্রামীণ মেলার আবহে এই সেট তৈরি করা হয়েছিল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে। এই গানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঘুরছে সিনেমার শুটিংয়ের ছবি।

জানা যায়, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন।

সারাবাংলা/এজেডএস

Scroll to Top