স্থানীয় লোকজন জানায়, মহাসড়কের সালাউদ্দিন মোড়ে যে বাসে আগুন দেওয়া হয়েছে, তাতে কোনো যাত্রী ছিল না। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে ফেনী শহরে চলাচলকারী বাসটি আংশিক পুড়ে যায়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির ঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমসহ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ফেনী জেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি আহ্বান করেছে।’