মালদ্বীপের প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল | চ্যানেল আই অনলাইন

মালদ্বীপের প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে অভিশংসনের জন্য বেশ কয়েকজন আইন প্রণেতার স্বাক্ষরও গ্রহণ করেছে তারা। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডেমোক্র্যাটদের সাথে যৌথভাবে এমডিপি অভিশংসন প্রস্তাবের জন্য স্বাক্ষর সংগ্রহ করেছে। ডেমোক্র্যাট এবং এমডিপি এর ৩৪ জন আইনপ্রণেতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

BkashBkash

এছাড়াও এমডিপি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনকেও অপসারণের প্রস্তুতি নিবে যদি আইনপ্রণেতারা সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে।

এদিকে মালদ্বীপের পার্লামেন্টের অভ্যন্তরে রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষের পর আজকের অধিবেশন শুরুর আগে সংসদে নিরাপত্তা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে পুলিশ কর্মীদের সংসদ কমপ্লেক্সের বাইরে জড়ো হতে দেখা গেছে।

Reneta JuneReneta June

এর আগে গতকাল রোববার মালদ্বীপ পার্লামেন্টে এমপিরা বিশৃঙ্খলা করেন। এমডিপি এমপি ইসা এবং পিএনসি এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম পার্লামেন্ট ভবনের ভিতরেই মারপিটে লিপ্ত হন।

সম্প্রতি মালদ্বীপের দুটি বিরোধী দল বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এমডিপি এবং ডেমোক্র্যাটরা যৌথভাবে একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মুইজ্জুর করা বিদেশ নীতির পরিবর্তন মালদ্বীপের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা বলেছেন, ভারত মহাসাগরে স্থিতিশীলতা ও নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

Scroll to Top