জলবায়ু অভিযোজন তহবিল দ্বিগুণ করার দাবি বাংলাদেশের

জলবায়ু অভিযোজন তহবিল দ্বিগুণ করার দাবি বাংলাদেশের

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত আলোচনার খসড়াগুলোতে সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ (সোমবার) ও আগামীকাল (মঙ্গলবার) দুই দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দুই দিনে আশা করছি, আমরা এবারের জলবায়ু সম্মেলন থেকে একটি গ্রহণযোগ্য ফল বের করে আনতে পারব।’

অভিযোজনের লক্ষ্যমাত্রার দুর্বল খসড়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক দূত আরও বলেন, ‘বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের যে খসড়া তৈরি করা হয়েছে তা আমরা পর্যালোচনা করছি। আশা করছি, সমমনা দেশগুলোকে নিয়ে আমরা শেষ দুই দিনে এই খসড়াকে শক্তিশালী করতে পারব।’

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, আমরা নতুন ও অতিরিক্ত সরকারি অর্থায়নে গুরুত্ব দেব। জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) দৃঢ়ভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশের দ্বিগুণ অভিযোজন তহবিল প্রয়োজন।

Scroll to Top