স্পোর্টস ডেস্ক
বেশ কয়েক বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সময়টা খুব ভালো যাচ্ছে না। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হয়েছে ক্যারিবিয়রা। এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিলেন তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাবেক অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান ও অলরাউন্ডার কাইল মেয়ার্স নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন চুক্তি নবায়ন থেকে।
২০২৩-২০২৪ ক্রিকেটবর্ষকে সামনে রেখে নতুনভাবে চুক্তি নবায়ন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে তাদের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী হোল্ডার, ২৮ বছরের পুরান ও ৩১ বছরের মেয়ার্স। ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি ব্যস্ত থাকবেন বলেই জাতীয় দলের সাথে চুক্তিটা বাড়াতে রাজি হননি তারা। হোল্ডার অবশ্য অনেক আগেই টেস্ট ও ওয়ানডে খেলা বাদ দিয়েছেন। টেস্ট খেলছেন না পুরানও। শুধু মেয়ার্সই তিন ফরম্যাটে নিয়মিত মুখ।
ফ্রাঞ্চাইজি লিগের কারণে জাতীয় দলের চুক্তি ফিরিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য নতুন কিছু নয়। ২০১০ সালে একই কাজ করেছিলেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। পরের বছরগুলোতে চুক্তি ফিরিয়ে দিয়েছিলেন সুনীল নারাইনও। গত বছর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন ট্রেন্ট বোল্ট। তবে কিউইদের হয়ে বিশ্বকাপেও খেলেছেন তিনি। ইংল্যান্ডের বেন স্টোকসও তিন বছরের চুক্তি কমিয়ে এক বছরের করেছেন এই বছর।
চুক্তিতে না থাকলেও ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন হোল্ডাররা, এমনটাই বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের প্রধান নিরবাচক ডেসমন্ড হেইনসের, ‘ ক্রিকেটারদের সাথে আলোচনা করেই সবকিছু ঠিক করা হয়েছে। ব্যস্ত ক্রিকেট সূচির মাঝে কিভাবে সবাই খেলতে চায় সেটা গুরুত্বপূর্ণ, আমরাও কিভাবে আগাতে চাইছি সেটাও। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ আছে। ২০২৭ বিশ্বকাপের জন্যও দলটা গুছাতে হবে আমাদের।’
ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন- আলিক আথানেজ, ক্রেইগ ব্রাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কিমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।
সারাবাংলা/এফএম