ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল বাহিনীর হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্বর বাহিনীর হামলার কারণে গাজার কোথাও কোন নিরাপদ স্থান নেই। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সবখানেই তারা হামলা চালাচ্ছে।
এইদিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, এটি গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হাসাসের হামলার প্রতিক্রিয়া গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। অঞ্চলটিতে ব্যপক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখের বেশি ফিলিস্তিনি।