বিখ্যাত অনলাইন সাইট অ্যামাজন থেকে ১৯,৯০০ রুপির (২৬ হাজার টাকা) একটি হেডফোন অর্ডার করেন ভারতের এক ব্যক্তি। কিন্তু যখন তিনি পার্সেলটি হাতে পান তখন দেখতে পান এর ভিতরে হেডফোনের পরিবর্তে রয়েছে একটি টুথপেস্ট।
এনডিটিভি জানিয়েছে, যশ ওঝা নামের ওই ব্যক্তি এক্স-এ (টুইটার) একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি শপিং সাইট অ্যামাজন থেকে ১৯,৯০০ রুপি মূল্যের একটি “সনি এক্সবি৯১০এন” হেডফোন অর্ডার করেছিলেন এবং পার্সেলটি হাতে পেয়ে খুলে দেখেন এর ভিতরে রয়েছে একটি কোলগেট টুথপেস্ট।
এই ঘটনায় সাড়া দিয়েছে অ্যামাজন। পোস্টটির জবাব দিয়ে তারা লিখেছে, আপনার অর্ডারে ভুল পণ্য পাঠানোর জন্য আমরা দুঃখিত। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি। দয়া করে নিজের ডিএম সেটিংস আপডেট করুন এবং ডিএমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দয়া করে আপনার অর্ডারের তথ্যগুলো আমাদের দিন।
ভুল পণ্য পাঠানোর ঘটনা এই প্রথম নয়। এর আগেও এক ব্যাক্তি অ্যামাজন থেকে ৯০ হাজার রুপির ক্যামেরা লেন্স অর্ডার করে কুইনো ফলের বীজ পেয়েছিলেন।