আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) তানভীর মমতাজ বলেন, তাঁরা জানতে পারেন, গতকাল কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে একজন আফ্রিকান নাগরিক কোকেনের একটি বড় চালান নিয়ে ঢাকার বিমানবন্দরে আসতে পারেন।
তানভীর মমতাজ বলেন, ওই তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে একটি দল বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাঁদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে কাতার এয়ারলাইনসের উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যাত্রী সোকো বিমানবন্দরের নিচতলায় ভিসা অন অ্যারাইভেল ডেস্কে দীর্ঘ সময় অবস্থান করেন।
সোকোর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএনের কর্মকর্তারা। তাঁর লাগেজে বিশেষভাবে কোকেনগুলো লুকানো ছিল। এতে সেগুলো স্ক্যানিংয়ে ধরা পড়ছিল না। পরে লাগেজের ওজন দেখে সন্দেহ হয় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের। সোকোও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, এর ভেতরে কোকেন আছে।