২০২৩ সালে সাগরে ডুবে ৫৬৯ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

২০২৩ সালে সাগরে ডুবে ৫৬৯ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার কেন্দ্রীয় প্রদেশ প্লাটেইউয়ে ধর্মীয় ও জাতিগত দাঙ্গায় ৮ জন নিহত এবং মসজিদ, গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় প্লাটেইউ প্রদেশের মঙ্গু এলাকায় এ দাঙ্গা ও মসজিদ, গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার (২৪ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, মঙ্গুর রাস্তায় যানজটের ভেতর থেকে গরু চুরি করাকে কেন্দ্র করে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা বেধে যায়। নিহতদের মরদেহ রাস্তা থেকে সরিয়ে কবর দিতে ওই এলাকায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গু নাইজেরিয়ার রাজধানী শহর থেকে ৭৪ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিম দূরে।

বিবিসি জানায়, প্লাটেইউ প্রদেশে ধর্মীয় ও জাতিগত দাঙ্গার জন্য প্রায়ই উত্তেজনা বিরাজ করে। এ প্রদেশের উত্তরাঞ্চলে ফুলানি (মুসলিম) সংখ্যাগরিষ্ঠ ও দক্ষিণে  মওগাফুলরা (খ্রিস্টান)। 

দ্য ডেইলি ট্রাস্ট নিউজপেপারের সাংবাদিক আদো মুসা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দাঙ্গার সময় ৬টি মসজিদ ও ২টি গির্জা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ফুলানি জনগোষ্ঠীর কয়েকজন সশস্ত্র ব্যক্তি যানজটে আটকে থাকা গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মওগাফুল গোষ্ঠীর কয়েকজনের মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। পরে তা সংঘাতে রূপ নেয়। সংঘাতের সময় দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে মানুষজন ভয়ে এলোমেলো ছোটাছুটি করতে থাকেন।

সাংবাদিক আদো মুসা আরো জানান, কারফিউয়ের মধ্যেও বুধবার দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। তবে বিবিসি জানিয়েছে, বুধবারের সংঘাতের বিষয়টি সত্যি কী না, তা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে একই ধরনের দাঙ্গায় শতাধিক ব্যক্তি নিহত হন।

Scroll to Top