হামলা হলে মামলা হবে, গ্রেপ্তার ও সাজা হবে: ওবায়দুল কাদের

হামলা হলে মামলা হবে, গ্রেপ্তার ও সাজা হবে: ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বদনামের ভাগীদার হতে চায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি এই বিষয়ে বলেন, ‘এমন একটা নির্বাচন করব, সারা বিশ্ব যার প্রশংসা করবে। সে রকম নির্বাচন করতে চাই। অতীতে অনেক কথা, অনেকেই বলেছেন। নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রা, কোথাও ত্রুটিমুক্ত নয়। আমরা অনেক দূর এগিয়েছি। এবার আরও ভালো একটা নির্বাচন করব, উপহার দেব। এটাই আমাদের শপথ, অঙ্গীকার।’

 বৈঠকে দলের নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, সেই ব্যাপারে দলের নেতা-কর্মীদের অবদান রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ৭ জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জিং সময়, এই সময় অতিক্রম করতে হবে। স্বাধীনতার আদর্শকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সংগ্রামের বিকল্প নেই।

 দলীয় মনোনয়নবঞ্চিতদের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটার তো একটা সংখ্যা আছে, তার বাইরে দেওয়া যায় না। এতে অনেকের মনে দুঃখ আছে। তারপরও আমাদের নেত্রী স্বতন্ত্র হিসেবে প্রতিযোগিতা করার একটা সুযোগ দিয়েছেন।’

 সুযোগের অপব্যবহার যেন কেউ না করেন, সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জোর-জবরদস্তি করবেন, নৌকার সঙ্গে মল্লযুদ্ধ করবেন, সেটা হবে না। শৃঙ্খলার সঙ্গে থাকতে হবে। প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সন্ত্রাসীরা প্রশ্রয় পায়, এমন কোনো কাজ করবেন না, করতে পারবেন না। শান্তিপূর্ণ নির্বাচন হবে, কেউ গায়ের জোর খাটাবেন না। আমরা এটা সহ্য করব না। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। জনগণ যা চায়, তা-ই হবে।’

 বঞ্চিতদের শেখ হাসিনা মূল্যায়ন করেন জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো না কোনোভাবে আমরা নেতা-কর্মীদের মূল্যায়ন করি। অন্তত শেখ হাসিনা যত দিন আছেন, তিনি খুঁজে খুঁজে কর্মীদের খবর নেন, বঞ্চিতদের সময়মতো মূল্যায়ন করেন। হাহুতাশ করার কোনো দরকার নেই। দলের সঙ্গে লেগে থাকুন, মূল্যায়ন হবে।’

Scroll to Top