সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে মদিনায় ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে ২৮ কোটিরও বেশি মুসলমান নামাজ আদায় করেছেন।
গালফ নিউজ জানিয়েছে, মুসল্লিরা একটি শান্ত পরিবেশের মধ্যে নামাজ আদায় করেছেন। এসময় সেখানকার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় সংস্থা ‘জেনারেল অথরিটি ফর কেয়ার অব দ্য প্রফেট মসকিউ’ মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদান করেছেন।
সংস্থাটি জানিয়েছে, গত বছর এখানে দেশ এবং দেশের বাইরে থেকে আসা ২৮ কোটির বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এখানে মুসল্লিদের আগমন এবং আনুষাঙ্গিক বিষয়াদি সহজ করার জন্য আমরা সর্বোচ্চ মানের সেবা দিয়ে থাকি। এখানে নবী (সা:) এর রওজা শরীফ অবস্থিত। এর জন্যই এত পরিমাণ মুসল্লি পবিত্র এই স্থানে আসেন এবং নামাজ আদায় করেন।
মক্কায় ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে অনেক তীর্থযাত্রী মদিনায় নবীর মসজিদে নামাজ পড়তে এবং শহরের অন্যান্য ইসলামিক নিদর্শন পরিদর্শন করতে ছুটে আসেন।
সৌদি আরব আশা করছে, ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে এখানে আসবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেছেন, গত বছর ওমরাহ করতে আসা তীর্থযাত্রীর সংখ্যা রেকর্ড ১ কোটি ৩৫ লাখে পৌঁছেছে।