হারিয়ে যাওয়া ১০ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের একটি হীরার আংটি ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে খুঁজে পাওয়া গেছে।
এনডিটিভি জানিয়েছে, প্যারিসের বিলাসবহুল রিটজ হোটেলে হারিয়ে যাওয়া এই মূল্যবান রিংটিতে ৬ দশমিক ৫১ ক্যারেট হীরা এবং দুটি প্ল্যাটিনাম ব্যাগুয়েট রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়ার এক নারী ব্যবসায়ী জানান, ৮ ডিসেম্বর তিনি হোটেল রুম থেকে বাইরে যাওয়ার আগে রিংটিকে একটি টেবিলের ওপর রেখে গিয়েছিলেন। সন্ধ্যায় যখন তিনি ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে রিংটি টেবিলে নেই। পরে ওই নারী পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তিনি ধারণা করছিলেন, হোটেলটির একজন কর্মী রিংটি চুরি করেছে। এই ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে তিন রাত বিনামূল্যে থাকার প্রস্তাবও দেন।
আংটিটি হারিয়ে যাওয়ার দু’দিন পর হোটেলের নিরাপত্তাকর্মীরা একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যাগের মধ্যে আংটিটি খুঁজে পান। হোটেলটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষীদের তাদের সূক্ষ্ম কাজের জন্য ধন্যবাদ। সোমবার সকালে আংটিটি খুঁজে পাওয়া গেছে।
ওই নারী রিংটি খুঁজে পাওয়ার আগেই লন্ডনে চলে যান। তবে তার আংটিটি ফিরে পেতে আবারও প্যারিস যাবেন তিনি।