বাসাবাড়িতে চীনা পেঁয়াজের ব্যবহার কম। তাই ক্রেতাদের অনেকে বাজারে নতুন আসা মুড়িকাটা পেঁয়াজের দিকে ঝুঁকেছেন। এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাজেদ প্রথম আলোকে বলেন, ‘মুড়িকাটা পেঁয়াজ আসায় বাজারে পেঁয়াজের দাম সপ্তাহ-দশ দিনের মধ্যে নেমে আসবে। দেশি পেঁয়াজ আসা শুরু হলে আমদানি করা পেঁয়াজের চাহিদা পড়ে যায়।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সূত্রে জানা গেছে, গত ৫ জুন থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৫ লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আমদানির অনুমোদন দেওয়া আছে ১৯ দশমিক ৯০ লাখ টন পেঁয়াজের। ভারত ছাড়া আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যাবে। এসব দেশ হলো চীন, মিসর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।