চীনে সোংহুয়া নদীর স্নো পার্ক দেখতে দর্শনার্থীদের ভিড় | চ্যানেল আই অনলাইন

চীনে সোংহুয়া নদীর স্নো পার্ক দেখতে দর্শনার্থীদের ভিড় | চ্যানেল আই অনলাইন

চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী শহর হারবিনের সোংহুয়া নদীর প্রায় ১ লক্ষ ৪০ হাজার বর্গ মিটার এলাকা বরফ এবং স্নো পার্কে পরিণত হয়েছে। চাইনিজ নববর্ষের ছুটিতে প্রায় তিন মিলিয়ন দর্শনার্থী সেখানে যাওয়ার কথা রয়েছে।

পর্যটকের সংখ্যা এবং পর্যটন আয় আগের পরিসংখ্যানকে ছাড়িযে যাবে বলে ধারনা স্থানীয় কর্তৃপক্ষ। বরফের ভাস্কর্য ছাড়াও আইস স্কেটিং, স্লেজিং,স্নোমোবাইল এবং স্লেই রাইডগুলো উপভোগ করতে পারবে।

BkashBkash

সেখানে তুষার ছাড়াও রাশিয়ান, বারোক এবং বাইজেন্টাইন শৈলীর দর্শনীয় স্থাপনা দেখতে যান হারবিনে দর্শনার্থীরা। ইতোমধ্যে হারবিনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ট্রেন্ডিং তালিকায় প্রাধান্য পেয়েছে।

Scroll to Top