নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী | চ্যানেল আই অনলাইন

নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী | চ্যানেল আই অনলাইন

নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় ক্ষিপ্ত হয়ে মেজাজ হারিয়ে বিমানের মধ্যে পাইলটকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। দিল্লি-গোয়া ইন্ডিগো ৬ই২১৭৫ বিমানে ছিলেন তিনি।

Bkash

তবে, এই আচরণের জন্য যাত্রীকে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।

ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনা খতিয়ে দেখার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীকে কী শাস্তি দেওয়া হবে, নির্ধারণ করবে ওই কমিটি। পাইলটের সঙ্গে হিংসামূলক আচরণের জন্য ওই যাত্রীকে ‘নো-ফ্লাই’ তালিকায় ফেলতে পারে ইন্ডিগো। সেক্ষেত্রে ইন্ডিগোর বিমানে আর তিনি যাতায়াত করতে পারবেন না।

Reneta JuneReneta June

জানা যায়, বিমান ছাড়তে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়। অভিযোগ, কেন দেরি হচ্ছে তা-ও যাত্রীদের জানানো হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর যাত্রীদের সামনে বিমান দেরির কারণ জানাতে গিয়েছিলেন পাইলট। তখনই এক যাত্রী পিছনের আসন থেকে গিয়ে তাকে ঘুষি মেরে বসেন।

সাথে সাথেই ওই যাত্রীকে বিমানবন্দরে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন আক্রান্ত পাইলট। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবা নিয়ে বিমানযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মোড়া। ফলে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে। বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ইন্ডিগোর বিরুদ্ধে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ রয়েছে।

Scroll to Top