ভুটানি তরুণীর নাক ঠিক হচ্ছে বার্ন ইনস্টিটিউটে

ভুটানি তরুণীর নাক ঠিক হচ্ছে বার্ন ইনস্টিটিউটে

ভুটানের তরুণী কারমা দেমা। তাঁর চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইতিমধ্যে তাঁর বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা ক্যানসারে আক্রান্ত কারমার ক্ষতিগ্রস্ত নাক ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।

ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, দুই দেশের সরকারের মধ্যস্থতায় কারমা দেমার (২৩) চিকিৎসা হচ্ছে এই প্রতিষ্ঠানে। এমন ঘটনা এর আগে বাংলাদেশে ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

চিকিৎসকেরা বলছেন, দুই দিক থেকে ঘটনাটি তাৎপর্যপূর্ণ। প্রথমত, কারমা নিজ দেশে এবং ভারতের কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে সুস্থ হননি। ভারতের চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়া রোগী বাংলাদেশে এসেছেন, এমন সাধারণত দেখা যায় না। বাংলাদেশেরই বহু রোগী চিকিৎসার জন্য ভারতে যান। দ্বিতীয়ত, একজন বিদেশি রোগী দুই দেশের সরকারের মধ্যস্থতায় এ দেশে চিকিৎসা নিচ্ছেন।

Scroll to Top