এটা হওয়ারই কথা ছিল। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ‘ট্রেবল’ জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের হাতেই উঠল ছেলেদের ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার।
সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। নাপোলিকে গত মৌসুমে লিগ জেতান স্প্যালেত্তি। কিন্তু তাঁদের পেছনে ফেলে সেরা কোচের পুরস্কার পেলেন গার্দিওলা। ট্রফি হাতে গার্দিওলা বলেছেন, ‘আমি এই পুরস্কার সিমোন ইনজাঘি ও স্প্যালেত্তির সঙ্গে ভাগ করে নিতে চাই।’
সঞ্চালক থিয়েরি অরি গার্দিওলার কাছে জানতে চেয়েছিলেন, তাঁর কোচিং করানো বার্সেলোনার সেই দল এবং সিটির ট্রেবলজয়ী এই দলের মধ্যে সেরা কোন দল? সিটি কোচের উত্তর, ‘বার্সেলোনা সব সময় আমার হৃদয়ে থাকবে। আমার প্রথম ভালোবাসা। তবে সিটির সঙ্গে এই পুরস্কার জয়টা বিশেষ কিছু। কারণ আমরা আগে এই সাফল্য পাইনি।’