সেই শামীমকে দুজনকে হত্যাচেষ্টা ও জখমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সেই শামীমকে দুজনকে হত্যাচেষ্টা ও জখমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়েন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। নির্বাচনে জয়ী হন মহিউদ্দিন বাচ্চু।

গ্রেপ্তার শামীম চট্টগ্রাম সিটি করপোরেশন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও নগর যুবলীগের সহসভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ জামালের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ঘটনার দিন ৭ জানুয়ারি রাতে খুলশী থানায় মামলা করেন। এতে শামীমকে এক নম্বর আসামি করা হয়। বাকি ছয় আসামি হলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, তাঁর স্ত্রী রোমানা চৌধুরী, ওয়াসিমের অনুসারী কাজী কাউসার, মো. সুমন ও মো. পারভেজ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয় এ মামলায়।

Scroll to Top