গেলো বছর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণ করেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি, টেসলার মালিক ইলন মাস্ক। অধিগ্রহণ করার আগে ও পরে তিনি ২০২২ সালের মোট লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ বোনাস হিসেবে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বোনাস পরিশোধ না করায় এবার কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন সাবেক এক কর্মী। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২০ জুন) মার্ক শোবিঙ্গার নামের ওই কর্মী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছেন। তিনি টুইটারে সিনিওর ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
শোবিঙ্গারের দাবি, মাস্ক গত বছর টুইটার কেনার আগে এবং পরে কোম্পানি তাদের ২০২২ সালের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ বোনাস হিসেবে দেবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা তা কখনও পরিশোধ করেনি। যা মামলায় তিনি চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
শুধু এই কর্মী নয়, বিল না পরিশোধ করায় এর আগেও বেশ কিছু ব্যক্তি টুইটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল রয়েছেন।
এটিএম/