জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করেছে আল-শাবাব | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করেছে আল-শাবাব | চ্যানেল আই অনলাইন

সোমালিয়ায় জাতিসংঘের মিশনের একটি হেলিকপ্টার জব্দ করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারে থাকা ৮ যাত্রী এবং ক্রু সদস্যদেরও জিম্মি করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Bkash

হেলিকপ্টারটি আল-শাবাব নিয়ন্ত্রিত এলাকায় নামলে তারা যাত্রীসহ হেলিকপ্টারটি জব্দ করে। জাতিসংঘ এক বিবৃতিতে সোমালিয়ায় মিশনটির বিষয় নিশ্চিত করেছে। তবে আল-শাবাবের গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান হেলিকপ্টার জব্দের বিষয়ে বলেছেন, বেশ কয়েকজন বিদেশি এবং দুই জন স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন।

Reneta JuneReneta June

আল-শাবাবের বিরুদ্ধে সরকারি বাহিনীর আক্রমণের সম্মুখ সমরের কাছাকাছি উইসিল শহরের দিকে যাওয়ার সময় হেলিকপ্টারটি অবতরণ করে।

আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।

গোষ্ঠীটি  আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে। এছাড়া সোমালি সরকার সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদা-সংশ্লিষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে।

Scroll to Top