সোমালিয়ায় জাতিসংঘের মিশনের একটি হেলিকপ্টার জব্দ করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারে থাকা ৮ যাত্রী এবং ক্রু সদস্যদেরও জিম্মি করা হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হেলিকপ্টারটি আল-শাবাব নিয়ন্ত্রিত এলাকায় নামলে তারা যাত্রীসহ হেলিকপ্টারটি জব্দ করে। জাতিসংঘ এক বিবৃতিতে সোমালিয়ায় মিশনটির বিষয় নিশ্চিত করেছে। তবে আল-শাবাবের গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান হেলিকপ্টার জব্দের বিষয়ে বলেছেন, বেশ কয়েকজন বিদেশি এবং দুই জন স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন।
আল-শাবাবের বিরুদ্ধে সরকারি বাহিনীর আক্রমণের সম্মুখ সমরের কাছাকাছি উইসিল শহরের দিকে যাওয়ার সময় হেলিকপ্টারটি অবতরণ করে।
আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।
গোষ্ঠীটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে। এছাড়া সোমালি সরকার সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদা-সংশ্লিষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে।