তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ বেশ পুরোনো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবার চীন-মার্কিন বিরোধের আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশ না করা শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘তাইওয়ানের নির্বাচনে বাইরে থেকে যেকোনো হস্তক্ষেপ ও প্রভাবের বিরোধিতা করছি আমরা। নির্বাচনে যে–ই জয় পায় না কেন, তাইওয়ান নিয়ে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক একইভাবে চলমান থাকবে।’