বিশ্বরাজনীতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জানতে হবে। সাম্প্রতিক বিষয়াবলির অংশ হিসেবে ফিলিস্তিন সংকট, রাশিয়া-ইউক্রেন, ন্যাটো, বিশ্বব্যাংক, খেলাধুলা, যুদ্ধ, বিভিন্ন পুরস্কার, আগামী বছর অনুষ্ঠিত বিষয়াবলি, আলোচিত ঘটনা ও সে বিষয়ের আদ্যোপান্ত জানতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিষয় থেকে প্রশ্ন আসে। অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস থেকে আসা বেসিক প্রশ্নগুলোকে আমরা মৌলিক বিষয় হিসেবে চিহ্নিত করেছি।
সাধারণ জ্ঞান—অজানাকে জানার এক অনন্য মাধ্যম। এটি জানার শেষ নেই। এইচএসসি পর্যায়ের এ বিষয়ে তেমন পড়াশোনা না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় এটি বিশাল সিলেবাস মনে হয়। সে ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নের আলোকে ওপরের টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করলে সুফল পাওয়া যাবে। সাধারণ জ্ঞানের জন্য বাজারে বিভিন্ন বই পাওয়া যায়। অতি সম্প্রতি বের হয়েছে এবং তথ্যবহুল একটি বই সংগ্রহ করা ভালো। সাম্প্রতিক তথ্যের জন্য নিয়মিত দৈনিক পত্রিকা পাঠ করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন প্রশ্ন সমাধান করা। যত বেশি প্রশ্ন সমাধান করা যাবে, প্রস্তুতি তত বেশি জোরালো হবে।
পরবর্তী দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করব।
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা